Showing posts with label English second paper. Show all posts
Showing posts with label English second paper. Show all posts

Phrase vs. Clause

  • Phrase: একাধিক word এর সমষ্টি কিন্তু কোন subject এবং finite verb থাকবে না।
  • Clause: এক বা একাধিক word এর সমষ্টি যেখানে অবশ্যই subject ও finite verb থাকবে।

বিঃদ্রঃ প্রত্যেকটা clause ই একটি পূর্ণ sentence/tense হয়। অর্থহীন clause বললেই সেটা কোন না কোন sentence হবে।

Finite Verb Non-finite Verb
• যেকোন Auxiliary verb
• V1
• Auxiliary verb + verb এর যেকোন form
• V2
• Modal auxiliary verb + verb
• V1 + ing/v3/যেকোন preposition + verb/মূল verb এর পর verb এর যেকোন form
বিঃদ্রঃ v₁ + ing/v3 এর আগে Auxiliary verb থাকলে তা অবশ্যই finite verb হয়
Present form Past form Past Participle form
v1 v2 v3
Am/Is/Are Was/Were Been
Have/Has Had Had
[Modal Auxiliary verb + যেকোন ধরণের verb = tense/sentence]
Person
First Person Second Person Third Person
  • I
  • We
  • You
  • He
  • She
  • It
  • They
  • Any other person or object

Changing sentence

Suffix-Prefix

প্রথমে Right Form of Verb এর Rules গুলো পড়ে আসেন।

Adjective

  • শব্দের শেষে থাকে👇
    • ous
    • ry
    • ive
    • ern
    • al
    • ous
    • est
    • ient
    • ite
    • ful
    • ble
    • less
    • ly
  • Noun + ly = Adjective কিন্তু O.W./Adjective + ly = Adverb ।

Noun

  • শব্দের শেষে থাকে👇
    • ness
    • ist
    • ion
    • ty
    • ship
    • men
    • t
    • hood
    • dom
    • ism
    • er
    • or
    • th
    • ce
    • cy
  • Verb + al = Noun

Adverb

  • When , where , how (কিভাবে) , why দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো Adverb ।
  • how দিয়ে যখন 'কেমন' অর্থে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো Adverb ।
  • Adverb বসতে পারে👇
    • Subject এর আগে।
    • দুই verb এর মাঝে।
    • To be verb এবং Adjective এর মাঝে।
    • Intransitive verb এর পরে বা তার object এর পরে adverb বসে।
    • Parallelism এর আগে ও পরে same part of speech হয়।

Rules

  • সাধারণত transitive verb এর পরে object/noun হয়।
  • Finite verb এর আগে subject বসে এবং subject এর পরে verb বসে।
  • Article এর পরে noun বসে।
  • Article + Adjective + Noun
  • অথবা Adverb + Adjective + Noun
  • Noun এর আগে Adjective বসে এবং Adjective এর পরে noun বসে।
  • To be verb/Linking verb/make/remain এর পরে Adjective বসে এবং অন্যান্য finite verb এর পরে adverb বসে।
  • সকল preposition এর পরে সাধারণত noun বসে।
  • কিন্তু to এর পরে v₁ ও হতে পারে।
  • সাধারণত শব্দের পূর্বে em, en, re এবং শব্দের পরে en, ise, ize, fy ইত্যাদি যোগ করে verb তৈরি করা হয়।
  • Preposition + article + gap থাকলে gap এ noun/noun phrase/pronoun বসে।

    Example:

    • She is looking for an opportunity.(opportunely)

Rules of Adding Suffix-Prefix

Some Notes:-

  • Subject দ্বারা কাজ সম্পন্ন হলে Active sentence আর Subject দ্বার কাজ সম্পন্ন না হলে Passive sentence ।
  • Present Tense এ Subject 3rd Person singular number হলে Verb এর সাথে s/es যোগ হয়।
  • Auxiliary verb এর পর Modal Auxiliary Verb থাকলে তা Main Verb হিসেবে কাজ করে।
  • Modal Auxiliary Verb কখনো একা বসে না তার সাথে সব সময় Main Verb থাকে আবার কিছু Modal Auxiliary verb এর পর Main verb না থাকলে তা নিজেই Main Verb এর কাজ করে(need)।
  • Do/Does/Did একা থাকলে তা Main Verb এর কাজ করে।
  • শুধুমাত্র 3rd Person Singular number এর সাথে s/es যুক্ত শব্দ বা has/is/was/does বসে।
  • They আগে কোনো সময় Does বসে না Doবসে।
Auxiliary Verbs Modal Verbs
Am Can-Could
Is Will-Would
Are Shall-Should
Was May-Might
Were Must
Have Need
Has Ought to
Had Dare
Do
Does

Rules:-

  • Moadal auxiliary verb / to/ inorder to/ used to/ have to / has to/ had to /make /let / help এরপর সাধারণত V1 বসে।

    Eample:

    • The girl does not play in the field.(plays)
    • Did you sing a song in the programme.(sang)

  • Passive Sentence এ modal auxiliary verb + gap থাকলে gap এ be + past participe বসে।

    Example:

    • Fotball can be played in the field.

  • To/Inorder to এর পরে V1বসে এবং With a view to/ Look forward to/ be used to/ get used to এর পরে V1+ing বসে।

    Example:

    • I came to him to take a book from him.(took)
    • I am looking for a job with a view to maintaining my family.(maintain)

  • So that/in order that এরপর sub + can/could + V1 + O.W বসে।

    Example:

    • I studied hard so that I can pass the exam.(passed)

  • To be verb/ be/ been এরপর V1 + ing / V3 হয়।

    Example:

    • Junnurain was writing sohoj Biology.(write)
    • Sohoj Biology was was written a year ago.(write)
    [NOTE: Passive sentence এ v3 বসে অন্যথায় V1 + ing বসে।]

  • Passive sentence Subject + gap থাকলে auxiliary verb/ modal verb বসে।

    Example:

    • The book is read by Mahim.(raeding)

  • Have, has, had, being এরপর সাধারনত V3 বসে।

    Example:

    • The girl has proposed the boy.(propose)

  • Auxiliary verb এর পর Main verb থাকলে সাধারনত V + ing হয়।

    Example:

    • It is a demanding subject.(demand)

  • Sentence এর প্রথমে gap থাকলে V + ing হয়।

    Example:

    • Reading books is fun.(propose)

Rules and notes of right form of verb

Some Notes:-

  • Present Tense এ Subject 3rd Person singular number হলে Verb এর সাথে s/es যোগ হয়।
  • Auxiliary verb এর পর Modal Auxiliary Verb থাকলে তা Main Verb হিসেবে কাজ করে।
  • Modal Auxiliary Verb কখনো একা বসে না তার সাথে সব সময় Main Verb থাকে আবার কিছু Modal Auxiliary verb এর পর Main verb না থাকলে তা নিজেই Main Verb এর কাজ করে(need)।
  • Do/Does/Did একা থাকলে তা Main Verb এর কাজ করে।
  • শুধুমাত্র 3rd Person Singular number এর সাথে s/es যুক্ত শব্দ বা has/is/was/does বসে।
  • They আগে কোনো সময় Does বসে না Doবসে।
  • কোনো Sentence এ Article + verb থাকলে তা Noun হিসেবে কাজ করে।
  • Sentence এ Not / Negative word থাকলে Tag Question e Auxiliary verb এর সাথে n't হবে না অন্যথায় n't হবে।
  • Sentence এর শুরুতে Main Verb/Let থাকলে Imperative sentence হয়। মাঝেমাধ্যে Main Verb এর আগে Adverb থাকতে পারে।
  • That's = That is/was
  • 'd + V1 = Would/Could/Should
  • 'd + V3 = Had
Pronouns Auxiliary Verbs Modal Verbs Negative Word
I Am Can-Could Hardly
We Is Will-Would Seldom
You Are Shall-Should Few
He Was May-Might Little
She Were Must Barely
It Have Need
They Has Ought to
One Had Dare
There Do
Does
Positive Negative
Is/Was Isn't/Wasn't
Are Aren't
Am Aren't
Will Won't
Shall/Should Shain't/Shouldn't
May Mayn't
Can/Could Can't/Couldn't
Has Hasn't
Have/Had Haven't/Hadn't
Need Needn't

Rules:-

  • Happy birthday/Good morning/Good afternoon to you ইত্যাদি দ্বারা wish করলে don't I? বসে।

    Eample:

    • Good Night to you,don't I?

  • with, along with, together with,and not, as well as, accompinied by এবং preposition এর আগে অথবা পরে ২টি subject থাকলে ১য় subject অনুযায়ী pronoun বসবে।

    Example:

    • Siam as well as they is present, isn't he?

  • And/ if/ unless/ wheather/ or/ but/ who/ which/ that (W.H. word) / though/ although/ till/ untill/ as/ since/ when/ as soon as/ as long as Subordinating conjunction ইত্যাদি যুক্ত অংশের Tag Question করতে হয় না।

    Example:

    • The man who came to me is my brother, isn't he?

  • And যুক্ত sentence এ ২টি principle clause থাকলে যেকোনো একটির Tag Question করলেই হয়।

    Example:

    • The girl was beautiful and I loved her,wasn't she?
    • The girl was beautiful and I loved her,didn't I?

  • The + noun যদি subject হয় তবে Tag Question এ pronoun হিসেবে সব সময় they বসে।

    Example:

    • The boy had the opportunity, hadn't they?

  • Imperative sentence এর tag Question করলে will you?/ won't you? হয়। শুধুমাত্র let's/Let us দিয়ে sentence শুরু হলে shall we? হয়।

    Example:

    • Let's be sincere in our life, shall we?
    • Don't believe it, will you?

  • Every,no,some,who,all,any ইত্যাদি যুক্ত শব্দের পরিবর্তে they বসে। যেকনো thing এর পরিবর্তে it বসে এবং things এর পরিবর্তে they বসে।

    Example:

    • Every mother loves her child, don't they?

  • "(Word)" + is a + noun/pronoun/verb হলে Tag Question হবে isn't it?

    Example:

    • "You" is a pronoun, isn't it?
    • "Siam" is a noun, isn't it?

  • How + Adjective হলে Tag Question হবে isn't it?

    Example:

    • How good,isn't it?
    • How strange,isn't it?

  • Every,no,some,who,all,any ইত্যাদির পর Objective pronoun থাকলে Tag Question এ Pronoun হিসেবে they এর পরিবর্তে objective pronoun অনুযায়ী pronoun বসবে।
    • Us থাকলে We
    • Them থাকলে They
    • Her থাকলে He/She

    Example:

    • Everyone of us is helpful, aren't we?

Making Tag Question


Some Notes:-

  • Sub এর পর V2থাকলে past Indifinite হয়।
  • Conditional sentense এ প্রথম অংশের পরের কমা(,) দিয়ে তাহলে বোঝায়।
  • sub + had + V3 থাকলে Past Perfect হয়।
  • Auxiliary Verb দারা শুরু হওয়া কোন sentense এ যদি Qustion Mark না থাকে তাহলে তা Conditional Sentence এবং Present Tense থাকলে 1st Conditional ; Past Indifinite থাকলে 2nd Conditional; Past Perfect Tense থাকলে 3rd Conditional হয়।
  • If/Unless/As if/As though/Wish/Would that ইত্যাদির পর Past Indifinite tense এ was এর পরিবর্তে were বসে।

Rules:-

  • Conditional Sentence হলে নিচের নিয়মে বাক্য গঠিত হবেঃ
    • 1st Conditional: If/Unless + Present Tense + sub + can/may/will + v1+O.W.
    • 2nd Conditional: If/Unless + Past Indifinite + sub + could/maight/would + v1+O.W.
    • 3rd Conditional: If/Unless + Past Perfect Tense + sub + could/maight/would + have v3+O.W.
    • [ বিঃদ্রঃ Conditional sentence এ auxiliary verb এর পর প্রয়োজন হলে not ব্যবহার করা যায় ]

    Example:

    • If the man came to me, I would help him.
    • Unless she had helped the boy, he would have fallen in danger
    • If I have the oppertunity,I will use this.
    • Were I a bird, I would fly in the sky
    • Had I a lot of money,I would help the poor people.

  • Since এর আগে সময় উল্লেখ থাকলে নিচের নিয়মে বাক্য গঠিত হবেঃ-
    • Present tense + since + past indifinite
    • Past Indifinite + since + past p.p

    Example:

    • It was 10 years since we had met last.
    • 12 years have passed since I was in London.

  • It is High time(এখনই উপযুক্ত সময়) থাকলে Past Indifinite tense বসে এবং It was high time থাকলে Past Perfect বসে।
    [বিঃদ্রঃ High time এর পর To + V1 ও লেখা যায়]

    Example:

    • It is high time we changed our bad habit.
    • It was high time you had played football
    • It is high time to visit Cox's Bazar.

  • No sooner had থাকলে than + Past Indifinite tense বসে এবং Scarcely/Hardly থাকলে when + Past perfect tense বসে।
    • No sooner had I reached the station then the train left.
    • Scarcely had you attented the programme when it begin.

  • As if/As though (যেন/এমনভাবে যেন) থাকলে নিচের নিয়মে বাক্য গঠিত হবেঃ-
    • Present Tense + As if / As though + past indifinite.
    • Past indifinite + As if / As though + past perfect.

    Example:

    • The girls speaks as if she were a queen.
    • He pretended as though he had known everything.
    • She behaved as though he had not known anything.

  • Too + adjective থাকলে adjective পর to + V1 + O.W. বসে।

    Example:

    • He was too weak to move.
    • I am too hungry to tolerate.
    • The load was to heavy to carry it.

  • So + adjective থাকলে adjective এর পর that + sub + can't/couldn't/mayn't/mightn't + V1 + O.W. বসে।

    Example:

    • The girl was so weak that she can't walk.
    • I was so poor that i couldn't buy a car.

  • To/Inorder to এর পরে V1বসে এবং With a view to/Look forward to এর পরে V1+ing বসে।

    Example:

    • I came to him to to take (নিতে) a book from him.
    • I am looking for a job with a view to maintaing my family.

  • So that/in order that এরপর sub + can/could + V1 + O.W বসে।

    Example:

    • He worked hard so that he could shine in life.
    • I study hard in order that I can make a good result .

  • To ব্যাতীত সকল Preposition এর পর Verb এর সাথে ing যোগ হয়।

    Example:

    • Inspite of having a lot of money, he is a miser(কৃপন).
    • He took physics in lieu of(পরিবর্তে) taking chemistry.

  • While থাকলে নিচের নিয়মে বাক্য গঠিত হয়ঃ-
    • While + V1 + ing
    • While + past continuous
    • While + past indifinite
    [বিঃদ্রঃ While এর পর Subject থাকলে তাহলে অর্থ যখন আর Subject না থাকলে অর্থ সময়]

    Example:

    • I saw a snake while, I walking in the garden.
    • While cooking, I went to my mother.
    • While she was coming to me, I forbade her.

  • wish/would that/if এর পর Past indifinite tense হয়।

    Example:

    • I wish I were a king.
    • If I helped the poor.

  • Lest (নতুবা) এর পর Subject + should/might + V1 + O.W. বসে।

    Example:

    • He walks fast lest he should miss the train.
    • Check the beast in you lest you should be a beast

  • And/or/but/who/which/that(W.H. word)/though/although/till/untill/as/since/when/as soon as/as long as এর ক্ষেত্রে সাধারনত দুইটি clause হয় এবং clause দুইটি একই Tense এ লিখা ভালো।

    Example:

    • Though Bangladesh is a poor country, the people of this country live in peace.
    • Wait here until I come back.
    • Since the weather was cold, we didn't go out.

  • Some English Proverb👇
    • Uneasy lies the head that waers a crown - যে মাথায় মুকুট থাকে সে মাথা কখনো ঠান্ডা থাকে না।
    • United We stand divided we fall - এক সাথে করি কাজ হারি জিতি নাহি লাজ।
    • A bad workman quarrels with his tools - নাচতে না জানলে উঠান বাঁঁকা।
    • Faults are thick where love is then - ভুলগুলোই বড় করে দেখা হয়।
    • A stitch in time saves nine - সময়ের এক ফোঁঁড় আসময়ের দশ ফোঁঁড়।
    • Time and tide wait for none - সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না।
    • The waerer best knows where to show the pinches - যার জ্ঝালা সেই ভালো জানে।
    • Man proposes ,God Disposes - মানুষ ভাবে এক,সৃষ্টিকর্তা পরিকল্পনা করে আরেক।
    • None is none under the sun - এই পৃথিবিতে কেউ কারো না!
    • Danger often comes when danger is feared - যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়।
    • God is forgotten when danger is gone - কাজের বেলায় কাজী কাজ ফোঁড়ালে পাজী।
    • Strick the iron while it is hot - সুযোগের সৎ ব্যবহার
    • Unity is strength - একতাই বল।
    • What is sport to one is deth to another - কারো পৌষ মাস কারো সর্বনাশ।
    • The more you read, the moreyou learn - যতই পড়িবে ততই শিখিবে।
    • What is looted can't be blotted - ভাগ্যের লিখন যায় না খন্ডন।

Completing Sentence