Showing posts with label পদার্থ বিজ্ঞান. Show all posts
Showing posts with label পদার্থ বিজ্ঞান. Show all posts

পদার্থের আবস্থা ও চাপ

সাধারন জ্ঞানঃ

  • চাপঃ একক ক্ষত্রফলের উপর প্রযুক্ত বল্কে চাপ বলে।
  • প্লবতাঃ তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী লব্ধি বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে।
  • আয়তনঃ কোনো বস্তু যে জায়গা জুড়ে থাকে তাকে এর আয়তন বলে।
  • ঘনত্বঃ কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে।
  • বিকৃতিঃ বাহ্যিক বল প্রয়োগে পদার্থের আকার বা দৈর্ঘ্যের যে পরিবর্তন হয় সেটা হলো বিকৃতি।
  • প্যাসকেলের সূত্রঃ একটি আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থে বাইরে থেকে চাপ দেয়া হলে সেই চাপ সমানভাবে সঞ্চালিত হয়ে পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে কাজ করবে।
  • বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব থেকে বেশি হলে বস্তুটি পানিতে ডুবে যাবে।
  • বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব থেকে কম হলে বস্তুটি পানিতে ভেসে থাকবে।
  • বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান হলে বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে।
  • একই বলের ক্ষেত্রে ক্ষেত্রফল কমলে চাপ বাড়ে এবং ক্ষেত্রফল বাড়লে চাপ কমে।
  • পদার্থের ঘনত্বঃ

    পদার্থ ঘনত্ব পদার্থ ঘনত্ব
    বায়ু 1.29 কর্ক 250
    পারদ 13600 বরফ 920
    পানি 1000 লোহা 7800
    রূপা 10500 সোনা 19300

    সুত্রসমুহঃ

    তথ্য সূত্র একক
    P=চাপ
    A=ক্ষেত্রফল
    p=F/A Nm-2
    h গভীরতায় চাপ
    ρ=ঘনত্ব
    g=আভিকর্ষজ ত্বরণ
    P=hρg Pa
    M=ভর
    V=আয়তন
    ρ=M/B kg-3
    F1=ছোট পিস্টনের বল
    F2=বড় পিস্টনের বল
    A1=ছোট পিস্টনের ক্ষেত্রফল
    A2=বড় পিস্টনের ক্ষেত্রফল
    F2/F1=A2/A1 m2
    V=কঠিন বস্তুর আয়তন
    ρ=তরলের ঘনত্ব
    প্লবতা=Vρg N
    T=প্রযুক্ত বল
    A=ক্ষেত্রফল
    পীরন=T/A N/m2

    Physics Chapter Five: pressure and density