Suffix-Prefix
প্রথমে Right Form of Verb এর Rules গুলো পড়ে আসেন।
Adjective
- শব্দের শেষে থাকে👇
- ous
- ry
- ive
- ern
- al
- ous
- est
- ient
- ite
- ful
- ble
- less
- ly
- Noun + ly = Adjective কিন্তু O.W./Adjective + ly = Adverb ।
Noun
- শব্দের শেষে থাকে👇
- ness
- ist
- ion
- ty
- ship
- men
- t
- hood
- dom
- ism
- er
- or
- th
- ce
- cy
- Verb + al = Noun
Adverb
- When , where , how (কিভাবে) , why দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো Adverb ।
- how দিয়ে যখন 'কেমন' অর্থে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো Adverb ।
- Adverb বসতে পারে👇
- Subject এর আগে।
- দুই verb এর মাঝে।
- To be verb এবং Adjective এর মাঝে।
- Intransitive verb এর পরে বা তার object এর পরে adverb বসে।
- Parallelism এর আগে ও পরে same part of speech হয়।
Rules
- সাধারণত transitive verb এর পরে object/noun হয়।
- Finite verb এর আগে subject বসে এবং subject এর পরে verb বসে।
- Article এর পরে noun বসে।
- Article + Adjective + Noun
- অথবা Adverb + Adjective + Noun
- Noun এর আগে Adjective বসে এবং Adjective এর পরে noun বসে।
- To be verb/Linking verb/make/remain এর পরে Adjective বসে এবং অন্যান্য finite verb এর পরে adverb বসে।
- সকল preposition এর পরে সাধারণত noun বসে।
- কিন্তু to এর পরে v₁ ও হতে পারে।
- সাধারণত শব্দের পূর্বে em, en, re এবং শব্দের পরে en, ise, ize, fy ইত্যাদি যোগ করে verb তৈরি করা হয়।
- Preposition + article + gap থাকলে gap এ noun/noun phrase/pronoun বসে।
Example:
- She is looking for an opportunity.(opportunely)
Post a Comment